গয়েশপুর ইনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে মুঘল আমল থেকেই বিভিন্ন জমিদার রাজাদের বসবাস ছিল। তাদের ভাষা ও সংস্কৃতি ছিল অত্যন্ত মনোরম। সে ভাষা ও সংস্কৃতির রীতি নীতি বর্তমানেও গয়েশপুর ইউনিয়নে প্রচলিত। প্রতি বছর গয়েশপুর পাহাড়ী বটগাছের নীচে মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর গয়েশপুর পাহাড়ী বটতলায় পাশ দিয়ে বয়ে যাওয়া কমুার নদীর তীরে গংগা পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষ্যে নৌকা বাইস, ঘোড়দৌড় ও মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজার হাজার লোকের সমাগম হয়। এ ছাড়া মেলায় পুতুল নাছ, নাগর দোলা, পয়লা খেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS