মাসিক সভা ইউনিয়ন পরিষদ কার্যালয় ০১ নং গয়েশপুর ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, মাগুরা। সভার স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয় তারিখঃ-০৮-০৮-২০২১ সভার সময়ঃ-১১.০০ ঘটিকা |
|
|||||||
সভায় উপস্থিত সদস্য ও সদস্যা বৃন্দঃ |
|
|||||||
ক্রমিক নং |
নামঃ |
পদবী |
স্বাক্ষর |
|
||||
১ |
জনাব মোঃ আব্দুল হালিম মোল্যা |
চেয়ারম্যান |
স্বাক্ষরিত |
|
||||
২ |
মোছাঃ হাসিনা খাতুন |
মহিলা সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৩ |
মোছাঃ পিনজিরা পারভীন |
মহিলা সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৪ |
মোছাঃ শিখা বেগম |
মহিলা সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৫ |
জনাব মোঃ রশিদ মিয়া |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৬ |
জনাব মোঃ সিরাজ মোল্লা |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৭ |
জনাব মোঃ রফিকুল ইসলাম |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৮ |
জনাব মোঃ সোহরাব হোসেন বিশ্বাস |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
৯ |
জনাব মোঃ আফছার উদ্দিন সেখ |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
১০ |
জনাব মোঃ বকুল হোসেন মিয়া |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
১১ |
জনাব বিএম ওয়াহিদুল ইসলাম লিটু |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
১২ |
জনাব মোঃ আওয়াল হোসেন সেখ |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
১৩ |
জনাব মোঃ সাহেব আলী |
সদস্য ইউ.পি |
স্বাক্ষরিত |
|
||||
১৪ |
জনাব অমিয় কুমার বিশ্বাস |
সদস্য সচিব |
স্বাক্ষরিত |
|
||||
ও উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ। |
||||||||
গতঅধিবেশনেরসিদ্ধান্তপঠনওঅনুমোদনঃ-
অদ্যকার সভাপরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হালিম মোল্যার সভাপতিত্বে সর্ব্বসম্মত ভাবে সভার কাজ শুরু হয় এবং গত অধিবেশনের সিদ্ধান্ত সভায় পঠিত ও অনুমোদিত হইল।
ট্যাক্স আদায় নিয়ে আলোচনাঃ
চেয়ারম্যান সাহেব ট্যাক্স আদায় সম্পর্কে জানালেন যে, বাড়িতে বাড়িতে হোল্ডিং নাম্বার লাগানো শেষ। ট্যাক্স ২০২১-২০২২ অর্থবছরে ট্যাক্স আদায় করোনার কারনে করা হয়নি গত অর্থবছরের ট্যাক্স আদায় শুরু হয়নি।
-চলমান-
আইন শৃংখলা বিষয়ে আলোচনাঃ
আইন শৃংখলা সম্পর্কে বিস্তারিত আলোচনায় জানা গেলো কিছুদিন আগের তুলনায় বর্তমান পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক তার পরও চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশদের সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
যৌতুক ও বাল্য বিবাহ সম্পর্কে আলোচনাঃ
যৌতুক ও বাল্য বিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনায় চেয়ারম্যান সাহেব জানান এখনো কিছু কিছু অভিভাবক বাল্য বিবাহ দেওয়ার জন্য চেষ্টা বা গোপনে দেওয়ার জন্য চেষ্টা চালায় এবং নিবন্ধন কার্ডে বয়স বৃদ্ধির জন্য পরিষদে আসেন যাতে বিবাহ দেওয়া যায়, কিন্তু চেয়াম্যান সাহেব তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন জেলা প্রশাসক মহোদয় এর জন্য খুব সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেছেন এবং সরকারের পক্ষ হতেও বাল্য বিবাহ বন্ধের জন্য নির্দেশ প্রদান করেছেন তাই আমার ইউনিয়নে কোন প্রকার বাল্য বিবাহ দেওয়া চলবে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্য বৃন্দদের বাল্য বিবাহ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে আলোচনাঃ
অদ্যকার সভায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ে জনগনকে আরও বেশি সজাগ করার জন্য পরিবার পরিকল্পনা বিভাগকে অনুরোধ করেন।
নারী ও শিশু নির্যাতন বিষয়েঃ
অদ্যকার সভায় নারী ও শিশু নির্যাতন বিষয়ে জানা গেলো অত্র ইউনিয়নে নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা তেমন আর চোখে পরছে না।
শিক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনাঃ
অদ্যকার সভায় শিক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনায় উপস্থিত শিক্ষক বৃন্দ গন অবগত করেন যে, বর্তমান ইউনিয়নে শিক্ষার অবস্থা বেশ ভালো এবং আরো ভালো হওয়ার জন্য চেয়ারম্যান সাহেব স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সদস্যদের অভিভাবকদের সচেতন করার জন্য অনুরোধ করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনাঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনায় জন্ম নিবন্ধনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত সদস্য বৃন্দ। জন্ম নিবন্ধনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্ট জমা রেখে সমস্যার সংশোধনের সর্ব্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বিগত মাসের ব্যয় প্রসঙ্গঃ
জুলাই মাসেরকরোনা উপলক্ষে ৫০০/- টাকা করে বিতরন ব্যয়, আপ্যায়ন ব্যয়, ষ্টেশনারীসহ অন্যান্য খরচ বাবদ মোট ৪,১৯,৪৫০/-টাকা অনুমোদিত হইল।
অতঃপরআরকোনআলাপআলোচনানাথাকায়সভাপতিসাহেবউপস্থিতসকলসদস্যওসদস্যাবৃন্দকেধন্যবাদজ্ঞাপনেরমাধ্যমেসভারকাজসমাপ্তীঘোষনাকরেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS