Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন
বিস্তারিত

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংক্রান্ত সংশোধিত গণবিজ্ঞপ্তি:

 

১। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০১১ এর ৯ ধারার বিধান মোতাবেক মাগুরা জেলাধীন “ক’’ তফসিলভূক্ত (যে সকল ভূমি ইজারা দেয়া আছে বা লীজভূক্ত) অর্পিত সম্পত্তি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে উক্ত অর্পিত সম্পত্তি দাবিদার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে (বিজ্ঞ জেলা  জজ মাগুরা) আবেদন দাখিল করতে হবে মর্মে এ কার্যালয় হতে গত ২২/০৫/২০১২ খ্রি: তারিখের ০৫.৪৪.৫৫০০.০০৮.০২.০২১.১২.৮৯১(৩০) নং স্মারকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

২। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১২) মোতাবেক উক্ত সময়সীমা ৯০ দিনের পরিবর্তে ১২০ দিন হিসেবে সংশোধন করা হয়েছে।

৩। তালিকাভূক্ত প্রত্যর্পণযোগ্য জনহিতকর সম্পত্তি উক্ত আইনের ১০(৩) ও ১৫ ধারা মোতাবেক গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে জেলা প্রশাসক, মাগুরা বরাবর আবেদন করতে হবে। তবে শর্ত থাকে তালিকাভূক্ত এরূপ সম্পত্তি উক্ত আইনের ৬ ধারা অনুযায়ী তালিকায় অন্তর্ভূক্তিযোগ্য নয় মর্মে কেউ দাবি করলে গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে তাকে ট্র্যাইব্যুনালে আবেদন করতে হবে।

৪। “ক’’ তফসিলভূক্ত ভূমির তথ্য অত্র জেলাধীন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, মাগুরা জেলার ওয়েব সাইটে (www.dcmagura.gov.bd)পাওয়া যাবে। এছাড়া উক্ত তালিকা মাগুরা ডিসি অফিসের মূল গেটের বিপরীতে মাহী ফটোষ্ট্যাট ও মাগুরা জজ কোর্টের সামনে কাতিঊষা ফটোষ্ট্যাট, প্রো: হাফেজ মো: আলী আজগরের দোকান, মেসার্স খালিদ ফটোষ্ট্যাট, প্রো: মো: মেহেদী হাসান পলাশের দোকান, শালিখা উপজেলাধীন আড়পাড়া বাজারস্থ মিরাজের ফটোষ্ট্যাট দোকান, মো: মিজানুর রহমানের ফটোষ্ট্যাট দোকান এবং শ্রীপুর উপজেলাধীন শ্রীপুর কলেজ রোডস্থ মেসার্স তামিম ফটোষ্ট্যাট, প্রো: মো: আকরাম হোসেন, মেসার্স ডায়না ফটোষ্ট্যাট, প্রো: রঞ্জন দাস ও মেসার্স শাহিন ফটোষ্ট্যাট,প্রো: মো: শাহিনুজ্জামান এর দোকান হতে দেখা ও প্রয়োজনে ফটোকপি সংগ্রহ করা যাবে।

৫। এতদসংক্রান্ত তথ্য অত্র কার্যালয়ের রাজস্ব শাখা এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.minland.gov.bd) পাওয়া যাবে। ফোন নং- ০৪৮৮-৬২৩৬০ এবং ০৪৮৮-৬২২৭৭।

-সমাপ্ত-

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/08/2012